News:

 

ঝিট্কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গালা ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় ইছামতি নদীর তীরে ১৯২৬ সনে স্থাপিত হয়। বিভিন্ন কর্মকান্ডে অত্র প্রতিষ্ঠানটি কয়েকবার মানিকগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। এই প্রতিষ্ঠানটির ভৌত অবকাঠামো এবং পারিপার্শিক পরিবেশ এক অনন্য দৃষ্টান্ত। প্রতি বছর কৃতীত্বের সাথে সন্তুষ্টজনক ফলাফল উপহার দেয় জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার্থীরা। সাংস্কৃতিক কর্মকান্ডে হরিরামপুর থানার মধ্যে এক উজ্জল নক্ষত্র ঝিট্কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের অনেক কৃতী ছাত্র-ছাত্রী বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে উচ্চাসনে অধিষ্ঠিত আছে। আমি উত্তরোত্তর অত্র প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করি।